শিরোনাম

মোবাইল ডাটা (ইন্টারনেট) মেয়াদ শেষ হলেও, ডাটা কাটা যাবে না: টেলিযোগাযোগ মন্ত্রী

তথ্যানুসন্ধান রিপোর্ট: (প্রকাশের তারিখ: 03-Aug-2021)

বর্তমানে কোন গ্রহক ৫জিবি ডাটা কিনলে, যদি তার মেয়াদ ৩দিন থাকে। গ্রহণ ৩দিনে মাত্র ২জিবি ব্যবহার করলে, অবশিষ্ট ৩জিবি মেয়াদ শেষ হওয়ার কারণে ৩জিবি ডাটাই কেটে নেন মোবাইল অপারেটরগণ।

এমন বিড়ম্বনা থেকে মুক্তি দিতে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ডাটা না কেটে নতুন ক্রয়কৃত ডাটার সঙ্গে ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কল ড্রপের টাকা ফেরত দেয়ার কথা বলেছি। কারণ এটা যুক্তিসঙ্গগতভাবে ভোক্তার অধিকার। সেই অধিকার তাদের দিতে হবে। একচেটিয়া ভাবে প্রফিট করার জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয়নি।

সোমবার বিটিআরসি কার্যালয়ে এক মিটিং এ তিনি এ কথা জানান।

এই বিভাগের আরো খবর