তথ্যানুসন্ধান ডেস্ক: (প্রকাশের তারিখ: 03-Aug-2023)
আগামীকাল জুমার নামাজের পর সমাবেশ শুরু হবে বলে জানিয়েছে দলটি।
অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) দেশব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জুমার নামাজের পর সমাবেশ শুরু হবে।
ফখরুল বলেন, "বর্তমান ফ্যাসিবাদী সরকার বিচার বিভাগকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা গণতন্ত্রকে সমর্থনকারী লোকদের হয়রানি করছে, তারেক রহমান ও তার পরিবারকে হয়রানি করছে।""আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু বিরোধী নেতাদের একই ধরনের মামলায় জড়ানো হচ্ছে," বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, তারেক ও জোবায়দাকে এ সাজা দেওয়া হচ্ছে চলমান আন্দোলনকে ম্লান করতে।
তিনি আরো বলেন, "এই সরকার বিচার বিভাগ ও মিডিয়াকে ব্যবহার করে ফ্যাসিবাদ দীর্ঘায়িত করছে। কিন্তু তারেক রহমান ও জোবায়দা রহমান বা দলের নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হলে বা তাদের ওপর হামলা হলে বা খুন করা হলেও এই সরকারের পতন ঠেকানো যাবেনা।"
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গণঅধিকার পরিষদের সদস্য নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বুধবার (২ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তারেকের সহযোগী হিসেবে তার স্ত্রী জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড হয়।
কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে। অপরদিকে জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে।
সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।