জয়পুরহাটে ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 30-Aug-2023)
জয়পুরহাট প্রতিনিধি: ৩০ আগস্ট, ২৩
অসংগতিপূর্ন নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ চার দফা দাবীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট পালন করেন জয়পুরহাট জেলার সাধারণ ম্যার্টস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা। বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের প্রঙ্গণে কর্মবিরতি ও ধর্মঘট পালন করেন তারা।

তারা জানান, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করতে হবে।

আরো জানান, দীর্ঘদিন তারা সরকারের কাছে দাবি জানিয়ে এলেও দাবি পূরণ হয়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।

এসময় বক্তব্য দেন জেলার ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোর্শেদ, তৌহিদ, রাসেল মাহমুদ, দীপঙ্কর সাহা, ইন্টার্ন চিকিৎসক সুমি আক্তার, সাগর ইসলাম, শিক্ষার্থী জান্নাতুল কানুন মিমি ও শামীম হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর