পটুয়াখালীতে গণপূর্তের নির্বাহী জানেনা তার জমিত কে বা কারা মাছ চাষ ।

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 30-Aug-2023)


কাজী মামুন,উপকূলীয় প্রতিনিধি::- পটুয়াখালী পৌর শহরের বর্তমান সময়ে সৌন্দর্য বর্ধন এলাকা ঝাউতলা যেখানে সকল শ্রেণির কর্মকর্তা সহ সকল পেশাজীবী ও সাধারন মানুষের চলাচল রয়েছে অনবরত, অথচ প্রকাশ্যে সেখানে মাছ চাষ করা হচ্ছে তাও সরকারি জমির উপর। সূত্রে জানা যায় ঐ জমির মালিকানা পটুয়াখালী গণপূর্ত । এবিষয়ে জানতে চাইলে গণপূর্ত নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন আমার জানা নেই কে বা কারা এই মাছ চাষ করছেন। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে গণপূর্ত এরকম কোন বিষয় অনুমতি বা লিস কাউকেই দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে জানা যায় বাপ্পি নামে একজন প্রভাবশালী ঠিকাদার এই মাছ চাষ করছেন। এবিষয়ে ঠিকাদার বাপ্পি সঙ্গে কথা বললে তিনি জানান, তার ব্যাবসা ঠিকাদারি কখনওই মাছ চাষের মধ্যে পরে না। তবে তার সাইড দেখাশোনা করে এমন একজন আছে যে মাছ চাষ করছেন তবে এ সময়ে তার নাম বলেননি ঐ ঠিকাদার বাপ্পি । এছাড়াও তিনি জানান, বিগত দিনে ওখানে কচুরিপানায় ভর্তি ছিলো যেটা পরিষ্কার করতে ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এরপর ধান চাষ করা হলে ভালো ফসল না হওয়ায় জায়গা খালি পরে ছিল এখন মাছ চাষ করা হচ্ছে। সাধারণ জনগণ ও নানান পেশার মানুষ বলছেন সম্প্রতি সময়ে ডেঙ্গু উৎপত্তি বেড়ে যাওয়া এবং জেলা প্রশাসক এর বাসভবনের সামনে লাগোয়া হওয়ায় পরিস্কার করা হয়েছে এ নিচু জমিটি যাহা বর্ষা মৌসুমে পানি জমাট হয়েছিল মাত্র এটা পরিস্কারে কোন ব্যক্তি বা ঠিকাদার নিজের পকটের টাকায় করা হয়নি। অপরদিকে মাছ চাষ করায় ড্রেনে পানি নিষ্কাশনের জন্য নবনির্মিত পৌরসভা কর্তৃক ড্রেনের মুখগুলো বন্ধ করে রেখেছেন যাতে ঐ জমির পানি বের হতে না পারে এমন দৃশ্য ক্যমেরায় ধরা পড়েছে। এবিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন, আমরা জানিনা সেখানে কারা মাছ চাষ করছেন। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হবে।

এই বিভাগের আরো খবর