নাগেশ্বরীতে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 03-Sep-2023)
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি, মাদক সেবী এবং চোরাচালানে জড়িতরা গ্রেফতার হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিকের নেতৃত্বে গত ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২১.৩৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন গাগলা বাজার এলাকা থেকে ০১ টি মিনি ট্রাকে করে মাদক পরিবহনের সময় ৩৫ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ টাঙ্গাইল জেলার ফতেয়াপুর থানার কুখ্যাত মাদক কারবারি মোঃ রিফাত (২০) এবং টাংগাইল আদালত পাড়ার মোঃ মাসুম মিয়া (২৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। নাগেশ্বরী থানা পুলিশ পরিদর্শক মো: সারওয়ার আলমের নেতৃত্ব চৌকস এসআই মঞ্জুরুল, এএসআই কাদের সহ একটি দক্ষ পুলিশ টিম অক্লান্ত পরিশ্রম করে প্রায় ১৬ ঘন্টা ক্যামোফ্লাস করে উক্ত মাদক কারবারীকে ধরতে সক্ষম হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামের পুলিশ সদস্যরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এই বিভাগের আরো খবর