নিউজ ডেস্ক: (প্রকাশের তারিখ: 05-Oct-2023)
বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব মো. রাশেদুল ইসলাম সম্প্রতি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন-প্রশাসন) হিসেবে যোগদান করেছেন।
এর আগে তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বীমা ক্যারিয়ার শুরু করেন।
দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ন্যাশনাল লাইফ ছাড়াও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কুমিল্লার কৃতি সন্তান রাশেদুল ইসলাম সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের এস এম জহিরুল ইসলাম এবং মোসা. জাহানারা বেগমের পুত্র।
রাশেদুল ইসলাম ২০১৪ সালে মাস্টার্স অব বিজনেস এডমিনিষ্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩ সন্তানের জনক।