নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 11-Oct-2023)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মরহুম হাজী মোখলেছুর রহমান ভূইয়ার ছোট ছেলে আনোয়ার হোসেন ভূইয়া (আবন) এর কুলখানি সোমবার (৯ অক্টোবর) তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেন ভূইয়া (আবন) দৈনিক ইনকিলাব আখাউড়া প্রতিনিধি ময়নাল হক ভুঁইয়া (মইনুল) এর ছোট ভাই।
আবন ভূইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, ধরখার ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রত্না বেগম, ঘোলখার গ্রামের বর্তমান মেম্বার ইনসান ভুইয়া, ঘোলখার গ্রামের মেজর ( অবঃ) শফিকুল আলম ভুইয়াসহ গ্রামের প্রবীণ মুরুব্বীগণ,
আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, আবন ভূইয়া দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১.১৫ মিনিট সময়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।