বরুড়ায় অপরাধ বিচিত্রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক: (প্রকাশের তারিখ: 14-Oct-2023)
কুমিল্লার বরুড়ায় গত ২৫শে সেপ্টেম্বর অপরাধ বিচিত্রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর শনিবার সকাল দশটায় বরুড়া উপজেলার জোড়পুকুরীয়ায় বজলুর রহমান ও সুমনের দ্বারা নির্যাচিত ১৯পরিবার এবং জোড়পুকুরিয়া এলাকাবাসীর আয়োজনে ভুক্তভোগী মোঃ তাজুল ইসলামের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসীর অংশগ্রহণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সভায় উপস্থিত ছিলেন জোড়পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, গালিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামাল হোসেন, মোঃ ফয়েজ উল্ল্যাহ, ঝাপুয়া- অশ্বদিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।এদিন লিখিত বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন, বজলুর রহমান ও সুমনের দ্বারা নির্যাচিত ১৯ পরিবার অসংখ্য মামলায় জর্জরিত, জুডিশিয়াল আদালত, থানা, চেয়ারম্যান অফিস সহ অসংখ্য জায়গায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলছে । যেই ঘটনাকে কেন্দ্র করে অপরাধ বিচিত্রার প্রতিবেদক কে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, এই ঘটনার সাথে কুমিল্লা ০৮(বরুড়া)' র মাননীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন রবিউল আলম ও ইউপি সদস্য মোঃ জামাল হোসেন সহ আমরা কেহই এই ঘটনার সাথে জড়িত নই। তিনি আরো বলেন জোড়পুকুরীয়া এলাকাবাসী আবদুর রহমান গং এর তিন পরিবারের ২শতক জমি দখল করে রেখেছে অভিযুক্তরা, এছাড়াও একই এলাকার ৭পরিবারের কবির হোসেন, কামাল হোসেন, জামাল হোসেন সোহাগ হোসেন, সাদ্দাম হোসেন, এরশাদ হোসেন সাথেও জমির বিরোধ আছে তাদের সাথে। এ ছাড়াও হাবিবুল হক, রেজাউল হক, কেফায়েত উল্ল্যাহ, ছালামত উল্ল্যাহ, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফকরুল ইসলাম, মাসুদ ও তাঁর স্ত্রী, মোকলেছুর রহমান, সহিদুর রহমান, আবুল বাসার, আবুল কাশেম ও সাহেদা খাতুন, তাহমিনা ও ইদ্রিস মোল্লা এই চক্রের কারণে মামলা হামলার শিকার হয়েছেন। এ সময় তাজুল ইসলাম প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উদঘাটনের আবেদন করেন।এই এদিন প্রতিবাদ সভা শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যগন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

এই বিভাগের আরো খবর