নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 05-Jun-2024)
জলঢাকায় ১শত বোতল ফেনসিডিল অটোভ্যানসহ ও ২জন গ্রেফতার।
মোঃ জাহিনুর ইসলাম জীবন
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ১শত বোতল ফেনসিডিলসহ চার্জার অটো ভ্যান জব্দ ২ জনকে গ্রেফতার করেছেন জলঢাকা থানা পুলিশ। জেলা পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের একটি চৌকস টিমসহ জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার ও পুলিশ পরিদর্শক আব্দুর রহিম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি এলাকার শামসুজ্জামান সামু এর ভুট্টা ভাঙ্গা মিলের সামনে জলঢাকা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর ৫ই জুন বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত হলেন সারডুবি, এলাকার
নাজির হোসেনের ছেলে সবুজ ইসলাম (২৮ )ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের আঃআজিজের ছেলে ফারুক ইসলাম শীতল (২৫)।তারা চার্জার অটো ভ্যান যোগে পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১শত বোতল ফেনসিডিল সরবরাহ করলে তাদের দুৃজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত ২জনের বিরুদ্ধে জলঢাকা থানায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) ও ১৩(গ)/ এবং ৩৬(১) ১৪(গ) ধারায়
মামলা দেওয়া হয়। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।