নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 07-Jun-2024)
মান্দায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় বজ্রপাতে শামসুল আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম (৩৪)ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের বাবা ফইমদ্দিন জানান, তার ছেলে আজ শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে সে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।