সন্দ্বীপে ১০ মামলার আসামি গ্রেফতার,পুলিশের উপর হামলা  

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 08-Jun-2024)
চট্টগ্রামের সন্দ্বীপে  ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে আসামির স্বজনদের  হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আসামির বিরুদ্ধে ১০টি মামলা চলমান রয়েছে। 

শুক্রবার  (৭ জুন) দিবাগত রাতে  ওয়ারেন্টের আসামি মো. আকবর (৩২) ধরতে গেলে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। 

পুলিশ সূত্রে জানা যায়,হরিশপুর  ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মোঃ শামসুদ্দিনের ছেলে ১০ মামলার আসামি মোঃ আকবর কে ধরতে গত শুক্রবার  রাতে এসআই আনিসুর রহমান ও এসআই গোফরান উদ্দিন  অভিযান চালান। পুলিশের উপস্থিতির টের পেয়ে মোঃ আকবর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় আসামীর শোর-চিৎকারে করতে থাকলে ৬/৭ জন  পুলিশের চারপাশে ঘিরে ফেলে লাঠিসোঠা নিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আকবর কে  টানা হেচড়া করে ছিনিয়ে  ও পুলিশের অস্ত্র ছিনতাই এর চেষ্টা করে। এ সময় কনস্টেবল শাহদাত ও এস আই গোফরান উদ্দিন আহত হয়। 

সন্দ্বীপ থানা পুলিশের  উপ-পরিদর্শক আনিসুর রহমান  জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে তারা পুলিশের কাজে বাধা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান পূর্বক আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে জখম করে। 


সন্দ্বীপ থানা সূত্রে জানা গেছে মোঃ আকবর চিহ্নিত সন্ত্রাসী। তার নামে ১০টি মামলা রয়েছে। ডাক্তাতির প্রস্তুতি, হত্যাচেষ্টাসহ সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য।

এই বিভাগের আরো খবর