তৃতীয় বারের মতো বন্যার আশঙ্কা সুনামগঞ্জবাসীর

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 13-Jul-2024)

পি সি দাশ সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সরজমিনে দেখা যার সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ শহরের নিচু এলাকার রাস্তা ঘাট পানিতে তলিয়েছে। এনিয়ে এই মৌসুমে তৃতীয় বারের মতো বন্যার আশঙ্কা করছে সুনামগঞ্জবাসী ।


গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ২৬০ ও ভারতের চেরাপুঞ্জিতে ৩১০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। উজানে ও জেলায় এরকম ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমা নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।


পানি বাড়ায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা অংশে মৌসুমের তৃতীয়বারের মতো পানিতে তলিয়েছে। এতে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা এই অংশে ফেরি নৌকা করে পার হতে হচ্ছে। এই সড়কের আনোয়ারপুর অংশেও পানি উঠেছে। তবে এই অংশে পানিতে স্রোত কম থাকায় যাত্রীরা হেটে পারাপার হতে পারছেন । অনেকে সিএনজি, মোটরসাইকেল ও অটোরিক্সা চালিয়ে পার হতে পারছেন।


এদিকে আবারও তাহিরপুরের থেকে বাণিজ্যিক এলাকা বাদাঘাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন হয়ে গেছে। সড়কের কোনো কোনো অংশে হাঁটু পানির উপরে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের আশেপাশের বাসিন্দাদের।


তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা মো. আবু তাহের বলেন, কয়েকদিন পরপর এই সড়ক পানিতে তলিয়ে যায়। আমরা চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। এই সড়ক দিয়ে তাহিরপুর সদর হাসপাতালেও যেতে হয়। জরুরী প্রয়োজনে হাসপাতালের রোগী নিয়ে নৌকা ছাড়া যাওয়া দায়।


সুনামগঞ্জ থেকে তাহিরপুরে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন পিন্টু দাস। তিনি একটি ঔষধ কোম্পানিতে কাজ করেন। জরুরী প্রয়োজনে তাহিরপুরে যেতে হয়। তিনি বলেন, শক্তিয়ারখলা সড়কের ২০০ মিটার অংশে পানি। মোটর সাইকেল নিয়ে কয়েকঘন্টায় পার হতে পেরেছি। আনোয়ারপুর সড়কের উপরে পানি। এই কয়েক জায়গার পানি মাড়িয়ে তাহিরপুর যেতে হয়েছে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন, তৃতীয় দফা বন্যার কোনো আশংকা নেই। আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। এরপরে স্বাভাবিক বৃষ্টিপাত হবে।"

এই বিভাগের আরো খবর