নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 24-Aug-2024)
দেশের ১১ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এখনও সাড়ে ৯ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। এছাড়া, শনিবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১৮ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে।
বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়। সেখানে জানানো হয়, বন্যায় প্রায় অর্ধকোটি মানুষ আক্রান্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোয় সাড়ে তিন হাজারের বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাছাড়া, সেখানে বিপুল সংখ্যক গবাদিপশুও রাখা হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, বন্যাকবলিত জেলাগুলোতে নগদ তিন কোটি ৫২ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া, ২০ হাজার ১৫০ মেট্রিকটন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য ৭০ লাখ টাকা দেয়া হয়েছে।
বন্যা কবলিত জেলাগুলোতে সমন্বিতভাবে স্থানীয় জনসাধারণ, সব বাহিনী, ফায়ার সার্ভিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অন্যান্য সংস্থা কাজ করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।