রতদেখে দল বদলান সানাড়পারের নেতা কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লা

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 27-Aug-2024)
৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরই কৌশলে পালটে ফেলেছেন দলিয় পরিচয়। তারা এখন বিএনপির নেতা।
এরকম কিছু চাঁদাবাজ আওয়ামী লীগের একটি সিনডিকেট নিয়ে থাকছে আমাদের অনুসন্ধানি প্রতিবেদন।
সন্ত্রাসী এই বাহিনীর মুল হোতা সানারপাড় এলাকার কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লা।
ওসমান পরিবার এর সাথে রাজনৈতিক ভাবে বিভিন্ন সময় এ মিছিল মিটিং করে হয়ে উঠেন আওয়ামী লীগের নেতা বলছি কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লার কথা।
ধারাবাহিক প্রতিবেদনে যা যা থাকছে:
১.কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লার সন্ত্রাসী বাহিনীর আদোপানত
২.এই সন্ত্রাসী বাহিনীতে যারা যুক্ত আছে তাদের ছবি সহ নাম প্রকাশ
৩.কৌশল এ আওয়ামী লীগের নেতা থেকে বিএনপি হয়ে উঠার অপচেষ্টা।
৪.পরিবহন সেক্টর থেকে নিয়মিত চাঁদাবাজি
৫.মাদক বিজনেস
৬.জোর করে ভুমি দখল
৭.বিভিন্ন সময়ে ডেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন
৮.শিল্প কারখানা থেকে চাদা আদায় ও বিল দখল
৯.রাস্তা দখল করে ফুটপাতে দোকান বসিয়ে চাদাবাজি
১০.লাব্বাইক, ঠিকানা বাস এ নিয়মিত নিয়ে চাদাবাজি
অনেকদিন ধরে এই বাহিনী দিয়ে নিয়মিত এসব করে আসছে আওয়ামী লীগের ইসলাম ও মহিউদ্দিন সিনডিকেট।
বিস্তারিত :
৫ই আগস্ট হাসিনা সরকার পতন এর পর সানারপার এর কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লা বিনপির নেতা বলে দাবি করে বেরাচ্ছেন বলে জানা যায়। সেই সাথে বিএনপির মিছিল মিটিংয়ে ও তারা বেশ সক্রিয়। দলের নাম পালটে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে তারা তাদের অবৈধ আয়ের উৎস থেকে চাঁদাবাজি করছে বিএন পির নামে।গত দিন বিএনপি ডাকা এক সমাবেশে তাদের কে মিছিলের সামনে থেকে দেখা যায়।এসময় দেখা যায় আওয়ামী লীগের এত দিনের সানাড়পার বাসির সুপরিচিত নেতে কাজি ইসলাম, মহিউদ্দিন মোল্লা সহ আরও অনেককই।
এ বিষয় এ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কে প্রশ্ন করা হলে, তিনি বলেন তারা বিএনপির দলের কেউ নন।তারা চাঁদাবাজি করছে, এদেরকে ছাত্র সমাজ ও সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিন।
এছাড়া ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ইকবাল হাসান আমাদেরকে জানান
এই সন্ত্রাসী বাহিনীরা কখনওই বিএনপির হতে পারে না। এরা দুস্কর্ম কারি আওয়ামী লিগের নিবন্ধন কৃত নেতা।
সানাড়পার এর সাধারণ জনগন এর দাবি এই বাহিনীর হাত থেকে চাঁদাবাজি থেকে তারা রেহাই চায়।
তাদের দাবি প্রশাসনের উদ্যোগে কাজি ইসলাম, মহিউদ্দিন মোল্লার,কিলার জসিম, সিনিডিকেট এর সকল চাঁদাবাজ অতি দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দাবি।
আগামি প্রতিবেদনে প্রকাশ করা হবে কাজি ইসলাম ও মহিউদ্দিন মোল্লার এই সিনডিকেট এর বিস্তারিত সকল অপকম প্রমান ছবি ও ভিডিও ক্লিপ সহ বিস্তারিত তাদের অবৈধ সম্পদের বিবরন।
এছাড়াও প্লে স্টোর থেকে আমাদের এপ্স ইন্সটল করেও ধারাবাহিক প্রতিবেদনে এ আপনি গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারবেন।

এই বিভাগের আরো খবর