তথ্যানুসন্ধান ডেস্ক: (প্রকাশের তারিখ: 27-Aug-2024)
গত ২৪শে আগস্ট ২০২৪ ইং রোজ সোমবার-বাংলা ৫২ নিউজ নামক একটি অনলাইন প্রত্রিকায় "তেজগাঁও কলেজে আওমীপন্থী শিক্ষকদের দূর্নীতির পাহাড়" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের মধ্যে উল্লেখিত তথ্যাদির কোন ভিত্তি নেই বলে আমি মনে করি। এহেন কর্মকান্ডের সাথে আমার কখনই সংশ্লিষ্টতা ছিল না। আমি এক সময় ছাত্র রাজনীতিতে বিএনপি করেছি এটা ঠিক আমি আওমীপন্থী না বরং আমি কোনঠাসা ছিলাম। শুধু নিজের দ্বায়িত্ব পালনে কাজ করেছি। আমি মনে করি আমার প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার শিক্ষকতার মহান চরিত্রে কালিমা মাখাতে এবং আমার অবস্থানকে খাট করবার জন্যে এই ধরনের তথ্য সরবরাহ করেছে।
আমি সচেতন ভাবেই এমন কর্মকাণ্ডের ঘোর বিরোধী।
সর্বপরি আমার বিরুদ্ধে সংবাদ পত্রের মাধ্যমে এমন ভুল তথ্য উপস্থাপনে আমি মর্মাহত। ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশে সবাই দ্বায়িত্ববান হলে প্রকৃত সত্য সকলে জানতে পারবেন বলে আশা করি।
ধন্যবাদান্তে,
রাশেদুজ্জামান লিটু
প্রভাষক সমাজ বিঙ্গান বিভাগ
তেজগাঁও সরকারী কলেজ