কে এই রনি! রাতে পুলিশের সোর্স দিনে সাংবাদিক ! একই অঙ্গে এতো রুপ?

নিউজ ডেস্ক: (প্রকাশের তারিখ: 28-Aug-2024)
রাতে পুলিশের সোর্স আর দিনে সাংবাদিক একই সাথে শ্রমিকলীগ নেতা! একই অঙ্গে এতো রুপ? এমনই একজনের সন্ধান পাওয়া গেছে তার নাম রনি মজুমদার ওরফে চাঁদপুইরা রইন্যা। এই টাউট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী ও শেখ রেহানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে নিজের ছবি দেখিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে গ্রেফতার ও মামলা,হামলার ভয় দেখিয়ে কৌশলে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা।

এই প্রতারকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যুক্ত থাকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিমাইকাশারি,বাগমারা, মিজমিজি,পাইনাদি নতুন মহল্লার সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাতের আঁধারে ডিবি পুলিশ কে সঙ্গে নিয়ে গ্রেপ্তার বাণিজ্য করে লক্ষ,লক্ষ টাকা হাতিয়ে নেন।


জানা যায়, এই প্রতারক-ঢাকা গাজীপুর রুটে ছিলেন বাসের হেলপার,পরে যোগ দেন পাঠাও মোটরসাইকেল চালক হিসেবে। বিভিন্ন গণমাধ্যমের লোগো,স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নানান অপকর্ম করে বেড়াত। সাংবাদিকতা করার মতো নেই কোন নুন্যতম শিক্ষাগত যোগ্যতা।অথচ নিজেকে জাহির করেন নাম সর্বত্র একটি টিভি চ্যানেলের পরিচালক হিসেবে।

স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর থেকে এই প্রতারক গা ঢাকা দিয়েছে। আপনারা তাকে যেখানেই দেখবেন স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

এই বিভাগের আরো খবর