এশিয়ার এস্পুটি ফুটবলে জ্যোতি ছড়াতে চায় তানজিনা আক্তার শিলা সুমাইয়ারা

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 05-Oct-2024)
এশিয়ায় এম্পুটি ফুটবলে জ‍্যোতি ছড়াতে চায় শিলা-সুমাইয়ারা


ক্রীড় প্রতিবেদক : আজাদ হোসেন

দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের মেয়েরা ইতোমধ‍্যেই তাদের প্রতিভা প্রমান করেছে। এখন শারীরিক ভাবে হাত-পা হারানো ছেলেদের মতো মেয়েরাও এশিয়ায় জ‍্যোতি ছড়াতে প্রস্তুতি নিচ্ছে। সকলের সহযোগিতা পেলে একদিন তারা এশিয়ায় ভালো একটি এম্পুটি ফুটবল দল হিসেবে পরিচিতি পারে বলে মনে করেন তানজিলা আকতার শিলা ও সুমাইয়ারা।
বিশ্ব এম্পুটি ফুটবল ফেডারেশন ও আইসিআরসি'র পৃষ্ঠপোষকতায় এবং স্পোর্টস ফর হোপ এন্ড ইন্ডিপেন্ডন্স (শি), বাংলাদেশ এম্পুটি ফুটবল এসোসিয়েশন (বাফা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় পাচঁ দিনব‍্যাপী (৬-১০ অক্টোবর) এম্পুটি ফুটবল (নারী ও পুরুষ) এর ট্রেনিং, কোচেস কোচিং এবং ফাইনাল খেলা উপলক্ষ‍্যে শনিবার মতিঝিল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বিশ্ব এম্পুটি ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক হ‍্যারি স্মিথ, মহিলা এম্পুটি ফুটবলের হেড অব অপারেশন অসকার ফিলিপ, আইসিআরসি'র মিডিয়া পাবলিকেশন ম‍্যানেজার সুভাস সাহা, বাংলাদেশ এম্পুটি ফুটবল এসোসিয়েশনের (বাফা) সহ সভাপতি বদিউজ্জামান আল আমিন, স্পোর্টস ফর হোপ এন্ড ইন্ডিপেন্ডেন্স (শি) এর সিইও প্রতিষ্ঠাতা সারমিন ফারজানা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন‍্যতম সদস‍্য মহিদুল ইসলাম মিরাজ বক্তব‍্য রাখেন। মেয়েদের পক্ষে তানজিলা আকতার শিলা বলেন।

এই বিভাগের আরো খবর