বেপরোয়া নারায়াণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী সাকিল ও তার সহযোগীরা

তথ্যানুসন্ধান রিপোর্ট: (প্রকাশের তারিখ: 26-Nov-2024)

নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্তপূর্ণ ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত ফতুল্লা মডেল থানা। থানা এলাকায় প্রচুর মিল কারখানা ও পরিধি অনেক বড় হওয়ায় প্রচুর লোকের সমাগম অত্র এলাকায় তাই অপরাধীরা নানা অপকর্ম করে অনেক সময় পার পেয়ে যায়। তাছাড়া বর্তমানে মাধক বিরোধী অভিযান ও পুলিশি তৎপরতা কম থাকায় হাত বাড়ালেই ফতুল্লার অলি গলিতে পাওয়া যাচ্ছে মাদক,বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। এ রকম একজন শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম হলো সাকিল। সে ফতুল্লা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ব্যাংক কলোনী এলাকার বাদশা মিয়া ওরফে দালাল বাদশার ছেলে। তার সহযোগী হিসেবে রয়েছে মজিবরের ছেলে আল আমিন, দুক্ষ মিয়ার ছেলে রাজিব, হারেছ(হালিম) মিয়ার ছেলে হানিফ। ক্যাশিয়ার রুহুল আমিন এমনটাই জানিয়েছে ফতুল্লা রেলওয়ে ষ্টেশন, দাপা-ইদ্রাকপুর, ব্যাংক কলোনী, জোরপুল, পিলকুনী ও তক্কারমাঠ এলাকার স্থানীয়রা।

সাকিলের রয়েছে নারী পুরুষ মিলিয়ে ২০/২৫ জনের সেলস টিম।তাদের মধ্যে আমির হোসেন পিচচ্ছি ( ২টি হত্যা মামলা সহ এয়াধীক মামলার আসামী) কালা ফারুক,সাগর,ডাকাত মোহন,শাওন,বোবা,আল্পনা,
হাক্কানী পারভেজ,সম্রাট ও আবুদুল্লাহ অন্যতম। তাদের মধ্যে বেশ কয়েক জন রয়েছে যাদের বয়ষ ১৮ এর কম। তাদের দিয়ে ফতুল্লা রেলওয়ে ষ্টেশন, দাপা-ইদ্রাকপুর, ব্যাংক কলোনি, জোরপুল, পিলকুনী ও তক্কারমাঠসহ পুরো এলাকার নিয়ন্ত্রন করে সে। কাঁচা টাকার গন্ধে পাগল হয়ে যায় সাকিল। ছোট খাট মাদক ব্যবসায়ীদের পুলিশের সাথে হাত করে এলাকা ছাড়া করে একক ভাবে ব্যবসা করে আসছে সে সে। ৫ আগস্টের পূর্বে ফতুল্লা মডেল থানা এস আই কাজী রেজাউলের সহ বেস কয়েকজন অফিসারের সাথে ছিল তার ভাল শক্ষত্যা। মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করত সে। নিজের মাদক দিয়ে প্রতি ব্যবসায়ীদের ধরিয়ে দিয়ে একক ভাবে মাদক সাম্রাজ্য গড়ে তুলে সে । স্থানীয়রা জানায় সাকিল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী । তার নামে ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসহ একাধীক মামলা রয়েছে। সেই সাথে দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানা এলাকায় নিজের বাড়ির ও দলীয় প্রভাব খাটিয়ে একক আধিপত্য বিস্তার করে আসছিল সে।

এই বিভাগের আরো খবর