জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নরসিংদী জেলা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 02-Dec-2024)

৩০ শে নভেম্বর রাজধানীর হোটেল মেট্টো তে সন্ধা ৭টায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নরসিংদী জেলার ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল। সহ- সভাপতি শফিউল আলম ভুইয়া,সহ-সভাপতি আবুল কালাম পহলান, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ,ধর্ম- বিষয়ক সম্পাদক হাফেজ এ এফ এম বোরহান উদ্দিন
সহ ধর্ম বিষয়ক মো: আনোয়ার হোসেন।
কমিটির ২১ সদস্য হলেন,আহবায়ক মির্জা উমর ফারুক সিনিয়র যুগ্ন আহবায়ক মো: মোমেন মিয়া
যুগ্ন আহবায়ক - কাজী আব্দুল হালিম,মোহসীন মোল্লা,খোরশেদ আলম,রিদয় মাহমুদ, সাখায়ত হোসেন,মাহবুবুর আলম,এড্য: হাজাঙ্গীর আলম,মাসুদ মিয়া,সদস্য সচিব মো: বাচ্চু মিয়া।সদস্য : রিপন মিয়া, তাইজ উদ্দিন, আব্দুল হালিম, মওলানা মো: জামাল উদ্দিন, মো: জাকির হোসেন সিটন,মামুন মিয়া,মো: রুবেল,মো: আলম,মো: আব্দুল্লাহ, মো: আবু বক্কর মিয়া।

এই বিভাগের আরো খবর