কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় খালের বন্ধ করা মুখ খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

তথ্যানুসন্ধান রিপোর্ট: (প্রকাশের তারিখ: 02-Dec-2024)

গতকাল কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের দক্ষিন পাড়া এলাকায় খালের জায়গায় খাল রাস্তার জায়গায় রাস্তা চাই এই দাবীকে সামনে রেখে মহালক্ষীপাড়া ও বেজুরা উত্তর পাড়ার জনগনের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখিত এলাকার চৌধুরী বাড়ীর দক্ষিন পার্শে মহালক্ষীপাড়া হইতে দুলালপুর যাওয়ার রাস্তার
দক্ষিন পার্শে বহু বছরের পুরনো একটি খাল প্রবাহমান ছিল। এই খাল দিয়ে মহালক্ষীপাড়া ও বেজুরা গ্রাম সহ আসে পাশের কয়েকটি গ্রামের পানি নিস্কাশন সহ নৌ পথের সচল যাতায়াত ব্যবস্থা ছিল। তার পাশাপাশি ফসলি জমিতে চাষাবাদ সহ মৌসুমি সবজি ফলানো হত ।
স্থানীয়দের সাথে কথাবলে জানাযায় ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় ব্যক্তি দলীয় প্রভাব ও ক্ষমতার অপ ব্যবহার করে খালের কিছু অংশ অবৈধ ভাবে ভরাট করে ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে থাকে আবার কেউ কেউ খালের বাকি জ্বলাসয়ে মাছ চাষ শুরু করে ।
এ বিষয়ে প্রবাহমান সরকারী খাল পুনঃরুদ্দারের জন্য এলাকাবাসীর পক্ষে মোঃ আহসান চৌধুরী (হানিফ) ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) ব্রাক্ষনপাড়া বরাবর পৃথক দুটি আবেদন করেন।
বর্তমানে দুটি খালের সংযোগস্থলে নির্মিত ব্রীজটির একপাশ থেকে খালটি মাট্টি ভারাট করার কারনে বেশ কয়েকটি গ্রামের পানি নিস্কাশন সহ নৌ পথের সচল যাতায়াত ব্যবস্থা,কৃষি জমিতে সেচ,ফসলি জমিতে চাষাবাদ মৌসুমি সবজি ফলানো বন্ধ হয়ে যায়।
শত বছরের পুরোনো প্রবাহমান এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারনে মারাত্তক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি নির্ভর আসেপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক। চরম দুর্ভোগের শিকার বাদের উজানের দুটি খালের দুই পাশে বসবাস রত স্থানীয়রা।

এই বিভাগের আরো খবর