শিরোনাম

নারায়ণগঞ্জ সাইনবোর্ডে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 26-Dec-2024)

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ডে মিতালী মার্কেট ১নং গেইট চৌরঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন যুবদল কেন্দ্রীয় নেতা আমির হোসেন বাদশাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চলাকালীন কতিপয় সন্ত্রাসী মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নেতা আমির হোসেন বাদশাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই হামলায় আমির হোসেন বাদশা সহ বেশ কয়েকজন আহত হয় ।এই দুঃসাহসী ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মোঃ আবু সাঈদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আল মামুন, সাধারণ সম্পাদক, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি। প্রধান বক্তা, মোঃ আবুল হোসেন, সভাপতি, মিতালী মার্কেট ১নং ভবন ও বিএনপি নেতা।বিশেষ অতিথি, জাফর ইকবাল বকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি।
মোঃ ইয়াসিন, সহ-সভাপতি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি ও স্বেচ্ছাসেবক দল আব্দুর রহিম সাজু, ক্যাশিয়ার, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি। মোঃ নূর আলম, সহ-সভাপতি, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি ও যুবদল নেতা।
সঞ্চালনায় ছিলেন , মোঃ ইমরান, সাংগঠনিক সম্পাদক, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি ও যুবদল নেতা।

এই বিভাগের আরো খবর